প্রেস বিজ্ঞপ্তি : “কবিতা বাংলা, কবিতা উৎসব ও কবি কামরুল হাসানের কাব্য নাটক ‘মুক্তিযুদ্ধ ফিরে ফিরে ডাকে’ ২ দিনের বণার্ঢ্য অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে কাল। আগামীকাল ১৪ জুন বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কবি বরণ করবেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীরর ব্যবস্থাপনায় উক্ত উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভূটানের কবিবৃন্দ উপস্থিত থাকবেন। ২ দিনের বণার্ঢ্য এই অনুষ্ঠানে থাকছে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিশ্ব শান্তির প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, সমন্বিত আলোক শিখা প্রজ্জলন, কবিকণ্ঠে কবিতা পাঠ, কবিতার নিসর্গ যাপন ও কবিতার শান্তি যাত্রা।