যতদিন রবে দেহে প্রাণ,
ততদিন গেয়ে যাবেন
মানবতার জয়গান।।

আজ এমন একজন মানুষের কথা বলতে চাই যার সম্পর্কে যত বেশিই বলা হোক না কেন তা তার মানবতার কাজের কাছে অতি তুচ্ছ। যার কাছ থেকে শিখার রয়েছে অনেক কিছু। তিনি গরীব-দুঃখী মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত।

অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে তিনি করে চলেছেন অক্লান্ত পরিশ্রম। অসহায় মানুষের সেবায় তিনি ছুটে বেড়ান শহর থেকে গ্রামে,গ্রাম থেকে শহরে। রাত-দিন ২৪ ঘন্টা তিনি সজাগ থাকেন অসহায় মানুষের সেবায়,তাদের দুঃখে-কষ্টে তিনি তাদের পাশে থাকার চেষ্টা করেন সবসময়। এতক্ষন যার কথা বলছিলাম তিনি হলেন মানবতার কাণ্ডারি, সামাজিক সংগঠক, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র সম্মানিত প্রতিষ্ঠাতা ( মোহাম্মদ আবদুল হালিম) । হালিম শুধু একটি নাম নই, এটি একটি তারুণ্যের প্রতীক। যার নাম পুরো বাংলাদেশে।

হালিম এমন একজন মানুষ নিজের অর্থ বিত্ত না থাকা সত্বেও চিন্তায় মগ্ন থাকেন অসহায় মানুষদের কথা ভেবে। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক আনদোলনসহ ইতিমধ্যে সমাজে দুস্থ অবহেলিত, মানুষদের জন্য বিভিন্ন জেলায় গড়ে তুলেছেন সামাজিক সংগঠন। যার দিক নির্দেশনায় সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করছে সংগঠনগুলি।

হালিমের ২টি স্বপ্ন একটি এতিমখানা ও একটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে অত্যাধুনিক হাসপাতালে স্থাপন করা।

সুমাইয়া সুমি
কক্সবাজার।