নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে সেচ্ছাসেবক দল নেতা  মো. জাহাঙ্গীরকে ৩  মামলায়  কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ জুন) দুুপুরে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মো. জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা পানখালী হোয়াইক্যাপাড়ার বাসিন্দা আবদুস সালাম কোম্পানীর ছেলে ও টেকনাফ উপজেলঅ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র, মাদকদ্রব্য ও হত্যা মামলাসহ অনেক মামলা রয়েছে বলে জানা গেছে। সেখানে কয়েকটি হলো- জিআর মামলা নং-২১৯/১৯, জিআর মামলা নং-২২০/১৯ ও জিআর মামলা নং-২২১/১৯।
উল্লেখিত ৩ মামলায় মো. জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করে।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট গোলাম মোস্তফাসহ একদল আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আবুল কাশেম, মাহবুবুর রহমান প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে,  মাদক কারবারি ছাড়াও অস্ত্র কারবারসহ নানা অপকর্মের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। প্রশাসনের কড়াকড়িতে সে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে আদালতের কাছে আত্মসমর্পণ করেছে।

তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে , জাহাঙ্গীর বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় মিথ্যে মামলায় জড়িয়ে তাকে হয়রানী করা হচ্ছে।