মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী অ্যামন গিলমোর রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে মঙ্গলবার (১১ জুন) কক্সবাজার আসছেন। বিমানযোগে মঙ্গলবার সকালে আ্যমন গিলমোর কক্সবাজার পৌঁছে উখিয়া কুতুপালং ও বালুখালী শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে শরনার্থীদের সাথে সরাসরি কথা বলবেন। বেলা আড়াইটায় তিনি শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠকে মিলিত হবেন। বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসন ও ইউএনএইচসিআর-একজন উর্ধ্বতন কর্মকর্তা সিবিএন-কে নিশ্চিত করেছেন। সুত্রমতে সাবেক আইরিশ প্রধানমন্ত্রী আ্যমন গিলমোর সোমবার (১০ জুন) দুদিনের সফরে ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে সফরকালে রোহিঙ্গা সংকটের মানবিক দিকসহ নানা দিক নিয়ে তিনি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করবেন। ইয়াঙ্গুনের নীতিনির্ধারকদের সঙ্গেও বৈঠক করবেন।
এজন্য ইইউ’র বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর ঢাকা সফর শেষে মিয়ানমার যাবেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। অ্যামন গিলমোর তাঁর রোহিঙ্গা সংকটের ধরন নিয়ে বাংলাদেশে ধারণা পাওয়ার পর তিনি মিয়ানমার যাবেন। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তাসহ তাদের নির্ভয়ে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিষ্ঠুর নির্যাতন করার ফলে সিমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জুন রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।