শনিবার (৮ জুন) বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ‘বাংলাবাজারে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে শুধুমাত্র শিশুর পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে।

অভিযুক্ত হিসেবে আমার অবস্থানটি সঠিকভাবে তুলে ধরা হয়নি। যার ফলে প্রকৃত ঘটনা উঠে আসেনি।
প্রকৃতপক্ষে ওই শিশুর মৃত্যুর জন্য আমি দায়ী নই। যদিও পরিবারের পক্ষ থেকে আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ দেওয়া হচ্ছে।
আসল ঘটনা হচ্ছে, ওই শিশুকে কোন ধরণের চিকিৎসা করা হয়নি। শুধুমাত্র গ্যাস দেওয়া হয়েছিল। পরে হাসপাতালে যাওয়ার পথে স্বাভাবিকভাবে ওই শিশুর মৃত্যু হয়। এতে আমি বা আমার গ্যাস দেওয়ার কোন সম্পর্ক নেই। প্রাথমিকভাবে পরিবার আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ দিলেও পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে উভয়পক্ষে আপোষ হয়ে যায়।
আপোষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আপোষ বৈঠকেও ওই শিশুর পরিবার নিজেদের ভুল বুঝতে পারার বিষয়টি জানায়। সন্তান হারানোর শোকে ভারসাম্য হারিয়ে
তাৎক্ষনিক সাংবাদিক ভাইদের একতরফা অভিযোগ করেছিল। যা সত্য নয়। বিষয়টি নিয়ে সৃষ্ট ঘটনা উভয়পক্ষের মধ্যে মিমাংসা হয়ে গেছে।
সুতরাং উক্ত শিশু মৃত্যুর অভিযোগের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
একই সাথে সাংবাদিক ভাইদেরও প্রকৃত ঘটনা জানার অনুরোধ করছি।

সুব্রত কুমার বিশ্বাস
পল্লী চিকিৎসক
বাংলাবাজার, পিএমখালী, কক্সবাজার।