এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছনুয়া পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হকের পুত্র নুরুল আলমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
৭ জুন বিকাল ৩ টার দিকে বিদ্যুৎ এর তার থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছে স্থানীয়রা।
আগুনে পুড়ে যাওয়া বাড়ীর পাশে টমটম গ্যারেজের মালিক জসিম উদ্দিন বলেন, আমি আগুন দেখলে আগুন আগুন বলে চিক্কার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলে ও আগুনের গতিব্যাপক হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
পরে চকরিয়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক জানান, আমার ঘরে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র, ধান সহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ বৃষ্টিতে পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতে হচ্ছে।
এ বিষয়ে চবরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে মুঠোফোনে জানালে বলেন, আমার জরুরী কাজে চট্টগ্রাম যেতে হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া বাড়ী পরির্দশনে যেতে পারছিনা। এঘটনায় দুঃখ প্রকাশ করছি।
তিনি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ী মালিককে আগামী রবিবার লিখিত আবেদন নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার জন্য অনুরোধ করেন।