পেকুয়া সংবাদদাতাঃ
পেকুয়ায় বিয়ের তিন মাসের মাথায় নাসির উদ্দিন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
তিনি বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার জিয়া উদ্দিনের পুত্র।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এঘটনা ঘটে।
স্ত্রী আকিয়া বেগমের সাথে অবিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পেকুয়া থানার এসআই শফিকুর রহমান বলেন, স্থানীয়রা গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যার খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।