অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রী রাম শুনে রেগে যান বলে তার বাড়িতে জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। এবার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় দশ হাজার ‘জয় হিন্দ’ এবং ‘জয় বাংলা’-‘বন্দেমাতরম’ লেখা পোস্টার পাঠিয়েছে তৃণমূল।

ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দমদম ডাকঘর থেকে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর ঠিকানায় এই চিঠিগুলো পাঠানো হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান নিজে বিষয়টি দেখভাল করছেন। খবর এনডিটিভির

পৌরসভার চেয়ারম্যান বলেন, আমরা আসলে বোঝাতে চাইছি মানুষ যেসব আদর্শকে পাথেয় করে চলে সেগুলো তাদের মনেই থাকে। রাস্তায় কারও গাড়ির সামনে গিয়ে চিৎকার করার কোনও প্রয়োজন পড়ে না।

গত কয়েকদিনে বারবার দেখা গেছে কখনও মমতার গাড়ি কখনওবা রাজ্যের মন্ত্রীরা বৈঠক করছেন এমন কোনও বাড়ির সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। গত এক মাসের মধ্যে দু-দুবার মমতার গাড়ির একেবারে সামনে এসে জয় শ্রী রাম স্লোগান দিয়েছেন বেশ কয়েকজন। তা নিয়ে প্রতিক্রিয়াও দেখিয়েছেন মমতা।

একইভাবে কাঁচরাপাড়ায় দিন কয়েক আগে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক করছিলেন রাজ্যের কয়েকজন মন্ত্রী। তাদের উপস্থিতির কথা জানতে পেরে বাড়ি ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে প্রথমে কাঁচরাপাড়া স্টেশন এবং পরে জগদ্দল থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি।

এরইমধ্যে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান, এখন থেকে গেরুয়া শিবিরের নেতারা বাংলায় জয় শ্রীরামের পাশাপাশি জয় মহাকাল ধ্বনিও দেবেন। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মনে হচ্ছে রামের টিআরপি কমে গিয়েছে তাই অন্য স্লোগান ব্যবহার করতে হচ্ছে বিজেপিকে। – সমকাল