নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের ইসলামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইসলামপুর স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) নতুন অফিস বাজার সংলগ্ন আইডিয়াল পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে ইসলামপুরের আলোকিত কিছু মুখ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তাদের মধ্যে ছিলেন- মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জুনিয়র কনসালটেন্ট (অর্থোপ্যাটিকস) জেলার স্বনামধন্য চিকিৎসক একেএম হারুন অর রশীদ, ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও চট্টগ্রাম স্টেশন রোড শাখার অপারেশন ম্যানেজার মিজানুর রহমান, কক্সবাজার জেলা সদর হাসপাতাল কক্সবাজার আরপি মেডিসিন ডাঃ মোহাম্মদ শাহ জাহান, চট্টগ্রাম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট হেলাল উদ্দিন, বাগেরহাট জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মিজানুর রহমান, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট শাহাব উদ্দিন, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইফরান খান জুয়েল।
এসোসিয়েশনের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র নুরুল হুদা ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইবাইস ইউনিভার্সিটির কর্মকর্তা রুহুল আমিন, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ইপসার কর্মকর্তা এইচএম তকি রব্বানী, ডাচ বাংলা ব্যাংকের অফিসার মিনহাজ উদ্দিন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুর রহমান, ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ ফারুক, বিবিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্র আনোয়ারুল আজম খোকন, চবির ছাত্র এহসানুল কায়েস, মামুনুর রশিদ আলম প্রমুখ।
এছাড়াও ইউসুফ নবী, আব্দুর রহমান আরিয়ান, ছমি উদ্দিন, রোহান উদ্দিন, তানভির মাহমুদ সিফাত, আবু বকর, তৌহিদুল ইসলাম শাওন, আনোয়ার হোসেন বাপ্পি, আরিফুল ইসলাম আরিয়ান, ইমন, আরিফ উল্লাহ, আলা উদ্দিন আল আজাদ, সানি, রাহাত হোসেন মিশকাতসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামপুর স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- শিক্ষা, ক্রিড়া সাংস্কৃতির প্রসারসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড। এসএসসি পরবর্তী অধ্যয়নরত শিক্ষার্থীরা সদস্য হতে পারবে।