ঈদে নাড়ির টানে মানুষ ঘরমুখী হয়। ঈদ মানে পরিবারের সকল সদস্যের মিলন মেলা। ঈদ মানে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ। তবে দেশের ঈদ এবং দূর পরবাসে প্রবাসীদের ঈদ অনেক পার্থক্য। প্রবাসীরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকে। কাজের চাপ কিংবা ছুটি না পাওয়ার কারণে প্রবাসীরা আপন জনের সাথে ঈদ করতে পারে না। প্রবাসীরা বাড়ির সকল সদস্য ও আত্মীয় স্বজনের জন্য ঈদ কেনাকাটা টাকা পাঠানো আত্মশান্তি। পরিবার বিহীন ঈদ এক বুক কষ্ট ছাড়া আর কিছুই নয়। পরিবারের সকল সদস্যদের সন্তুষ্টিই যেন তাঁর খুশি, তাঁর আনন্দ। প্রবাসে ঈদ কাটানো কত যে কষ্টের তা পরিবারের অনেক সদস্য বুঝতে পারে না। তাঁরা চাই বাবা যেন তাঁদের জন্য বেশি বেশি টাকা পাঠায়। আমার এটা লাগবে, ওটা লাগবে, আরো কত কি। ঈদে দূরে বেড়াতে যেতে হবে। কিন্তু পরিবারের জন্য কলুর বলদ এর মতো হাড়ভাঙ্গা পরিশ্রমী মানুষটির কথা কেউ ভাবে না। এ যেন শিখল বিহীন খাঁচায় ঝটপট করা পাখির মত। ঈদে নিজে নতুন শার্ট প্যান্ট না যুনে পরিবারকে বলে কিনেছি। এতো কষ্টের মাঝেও প্রবাসীরা ঈদ উদযাপন করে থাকে। সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে থাকে। বাংলাদেশে এর একদিন পর ঈদ উদযাপন করা হয়। দেশের মতো এখানে আটটা নয়টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয় না। ঈদের জামাত অনুষ্ঠিত হয় ফজরের নামাজের কিছু পরে। অর্থাৎ সূর্য মামা উঠার আগেই ঈদ জামাত শেষ হয়ে যায়। হয়তো দেশে অনেকেই এটা জানে না। ঈদে বাংলাদেশের মত এক সপ্তাহ বা দশ দিন বন্ধ থাকে না। শুধু মাত্র ২ দিন বন্ধ থাকে। যারা বাগানের কাজ করে ঈদের দিনেও কাজ করতে হয়। ঈদের দিন সকালে সেমাই, ক্ষীর বানানো হয় দুপুরের জন্য পোলাও কিংবা বিরানি খাসির মাংস তো অবশ্যই থাকে। তারপর আত্মীয় বা বন্ধু-বান্ধবের কাছে বেড়াতে যাওয়া। আর যদি ওরা আসে বেড়ানোর সুযোগ আর হয় না। তবে দেখা সাক্ষাৎ এ অনেক আনন্দ। অনেক ঈদের দিন (৪২-৪৮) ডিগ্রী তাপমাত্রায় ঘর থেকে বের হয় না ঘুমিয়ে সময় কাটিয়ে দেয়। কেউবা দেশে পরিবার ও আত্মীয় স্বজনের সাথে ফোনে কথাবার্তা বলে সময় কাটায়। এছাড়া অনেকে লং ড্রাইভে বের হয়ে যেমন- দুবাই মিউজিয়াম, বুর্জ আল আরব, শেখ জায়েদ মসজিদ, বুর্জ খলিফা, দুবাই ক্রিক, মিরাকল গার্ডেন, ফেরারি ওয়ার্ল্ড, দুবাই শপিং মল, এমিরেটস প্যালেস, শারজাহ আর্টস মিউজিয়াম, ঝুমেরা বীচ, খোরফাক্কান বীচি, জবল হাফিজ, জবল জায়িজ অন্যতম। দুদিন পর আবার কাজে যোগদান। প্রবাসীদের ঈদে বুক ফাটা কষ্ট আর না বলা কথাগুলো শেয়ার করলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম। ঈদ যেন দেশ-বিদেশের যেকোন জায়গায় সকলের জীবনে আনন্দ বয়ে আনুক এটাই কামনা করি। সবাইকে ঈদ মোবারক।

শ্রীধর দত্ত।
আল-আইন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।