গিয়াস উদ্দিন, পেকুয়া-কুতুবদিয়া:

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে জন্নাতুল নাইমা (১৬) নামের ৮ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া গ্রামের শফি উল্লাহর কন্যা এবং ধুরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী এবং ওই ছাত্রীর প্রতিবেশী আবদুল আলম জানান, গত ৫/৬ দিন ধরে নাঈমা জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ্ হয়ে পড়েছিল। জ্বর না কমায় আজ ১ জুন দুপুরে তার পরিবারের সদস্যরা তাকে ধুরুং বাজারের কথিত পল্লী চিকিৎসক আরিফুর রহমানের কাছে নিয়ে যায়। পল্লী চিকিৎসক রোগির অবস্থা দেখে কোন পরীক্ষা ব্যতিত ইনজেকশন পুশ করেন এবং কিছু ঔষধ লিখে দেন। ইনজেকশন পুশ করার পর রোগীর অবস্থা আশংকাজনক দেখা দিলে সরকারী চিকিৎসক রেজাউল হাসানের কাছে নিয়ে যাওয়া হলে নাঈমাকে ইতিপূর্বে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। এবং তার ভুল চিকিৎসার কারণে ওই ছাত্রীর মুত্যু হয়েছে বলে তিনি জানান।

এদিকে খবর পেয়ে কুতুবদিয়া থানার একদল পুলিশ ধুরং বাজারে এসে পল্লী চিকিৎসক আরিফকে আটক করে পুলিশী হেফাজতে নিয়ে যান।