মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের চৌধুরীহাট ও আলাউলদিঘী এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা হয়েছে প্রায় ১০কোটি টাকার সরকারী সম্পত্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)
রুহুর আমিন ও সহকারি কমিশনার (ভূমি) সম্রাট খীসার এই অভিযানে নেতৃত্বে দেন। বুধবার (২৯ মে) দুপুরে দিকে প্রায় দুই ঘন্টা এই অভিযান চলে।
মহাসড়কে যানজটরোধে এই অভিযান অনেকটা সফল হয়েছে জানান ভুক্তভোগিরা। যুগ যুগ ধরে মহাড়েকের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে দখল নিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল প্রভাবশালীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুর আমিন এ প্রতিবেদককে বলেন,মহাসড়ক দখর করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল কিছু প্রভাবশালী মহল তাই ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পুরো মহাসড়ক জুড়ে এই ভাবে কোন স্থাপনা থাকলে নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ এর ফলে সড়কটি অনেকটা যানজটমুক্ত হল। এতে জনসাধারণ প্রশাসনকে সাধুবাদ জানান।