সংবাদ বিজ্ঞপ্তিঃ
টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জননন্দিত জননেতা মুহাম্মদ ইসমাইলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আশু মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, নায়েবে আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারি, সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন, টেকনাফ উপজেলা আমীর নূর হোছাইন ছিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আবদুস সোবহান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সাবেক টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জামায়াত নেতা মুহাম্মদ ইসমাইল একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে দীর্ঘ আট বছরের অধিক টেকনাফের বাইরে বসবাস করে আসছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ও পরিচ্ছন্ন জীবনযাপনে অধিকারী। তার জীবনের অতীত ও বর্তমান সময়ে কখনো অস্ত্র বা ইয়াবারমত ঘৃণিত কর্মকাণ্ডে জড়িত থাকার নজির নেই। শুধুমাত্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে একটি কুচক্রিমহল পুলিশকে ব্যবহার করে তাকে মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়েছে। একজন নিরীহ সাবেক জনপ্রতিনিধিকে পুলিশ কর্তৃক অস্ত্র ও ইয়াবা মামলায় জড়িত করার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তার আশু মুক্তির দাবি করছি।