প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, রমাযানুল মোবারক পবিত্র কুরআন নাযিলের মাস। মাহে রমযানের মহান শিক্ষা ধারণ করে কুরআন -সুন্নাহর আলোকে সমাজ ও জাতি গঠনের অবিরাম প্রয়াস চালিয়ে যেতে হবে । ইসলামী ছাত্রসমাজ সেই লক্ষ্যে সৎ, যোগ্য, নির্ভীক সিপাহসালার গড়ে তোলার সুমহান দায়িত্ব পালন করছে।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখা আয়োজিত বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ কোর্স, ” মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের আদর্শিক অভিযাত্রায় আত্মনিবেদন করতে হবে।
২২ রমযান ( ২৮ মে), মঙ্গলবার, অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজের সভাপতিত্বে, ছাত্রনেতা মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, রাজারকুল ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল আলম। অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য রাখেন, উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, চাকমারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মোরশেদ হোসাইন ( জমিল), ফতেখাঁরকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রশিদনগর ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মাহমুদুল করিম, খুনিয়া পালং ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ ওসমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন প্রতিনিধি মোহাম্মদ আলম, মুহাম্মদ আব্দুল্লাহ, রাজারকুল ইউনিয়ন অর্থ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ ।
প্রশিক্ষণ কোর্সে দাওয়াতী কাজের কলাকৌশল, সংগঠনের পাঁচদফা কর্মসূচি, সাংগঠনিক সংবাদ লিখন ও বক্তব্য -উপস্থাপনার নিয়মাবলী বিষয়ে প্রশিক্ষণ দান করা হয়।
শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয় ।