হাফিজুল ইসলাম চৌধুরী :
সরকারি ওষুধ পাচারকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আটকের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

গত সোমবার বিকেল চারটায় কক্সবাজার শহরের ঝাউতালা থেকে লক্ষাধিক টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার শ্যামল পালকে (৪৫) আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য- সরকারি ওষুধগুলো রামু হাসপাতাল থেকে চুরি করে পাচার করা হচ্ছিল।

মঙ্গলবার (২৮মে) দুপুরে এ ঘটনায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাসপাতালের মেডিকেল কর্মকর্তা আবু জাহিদ সাইফ উদ্দিনকে সভাপতি ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল কাওসারকে সদস্য সচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্য হলেন মেডিকেল কর্মকর্তা সৌনম বড়ুয়া।

তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, জেলা সিভিল সার্জনের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।