বার্তা পরিবেশক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার চুনতি হাফেজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজ জুলকারনাইন ছোয়াদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র প্রায় দেড়মাস ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই
ছাত্রের বাবা ক্বারী আবুল কালাম আজাদের পুত্র।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, জুলকারনাইন (ছোয়াদ)ভবানী পুরের-চুনতি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতেন। নিখোঁজ হওয়ার দিন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাবে বলে।
মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর বাড়িতে না আসায় ছোয়াদের বাবা-মা খোঁজখবর নিতে মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন ওই শিক্ষক জানান, জুলকারনাইন (ছোয়াদ) ছুটি নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য মাদ্রাসা থেকে বেড় হয়। এর পর থেকেই
ছোয়াদের পরিবার সব আত্মীয়স্বজনের বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরে কক্সবাজারে খুঁজতে এসেছেন।
ছোয়াদের বাবা ক্বারি আবুল কালাম আজাদ বলেন,
বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে
না, তারা থানায় সাধারণ ডাইরি (জিডি) করতে প্রস্তুতি নিচ্ছেন। ,
মাদ্রাসাটির হেফজ শাখার শিক্ষক বলেন, ওই ছাত্র মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি। তার
অভিভাবকেরা জানান, সে মাদ্রাসা থেকে বাড়ি আসার কথা থাকলে কিন্তু বাড়িতে না আসায় তারা উদ্বিগ্ন।