কক্সবাজার হতে প্রচারিত ও প্রকাশিত ‘কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) ও টেকনাফ নিউজ ৭১ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল দুটিতে ২৬ মে ‘শাহপরীরদ্বীপ জেটি থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করছে আওয়ামী লীগ নেতা সোনা আলী’ ও শাহপরীরদ্বীপ জেটি থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ শীর্ষক সংবাদ দুটি আমি প্রতিবাদকারী আলহাজ্ব সোনা আলীর দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমি সোনা আলী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হই। আমি দীর্ঘদিন ধরে ব্যবসা উপলক্ষে সৌদি আরবে অবস্থান করার কারণে সেখানে আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ গঠন করি এবং ওই সংগঠনের আমি প্রতিষ্ঠা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। দেশে এসে সৎ ব্যবসা বানিজ্যের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তথা নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে নির্বাচনও করেছি। আমার এই সফলতায় ইর্ষান্বিত হয়ে জামায়াত-বিএনপির এজেন্ট খ্যাত একটি কুচক্রী মহল সত্য মিথ্যা যাছাই না করে আমার এতদিনের অর্জিত সুনাম এবং আওয়ামীলীগের সুনাম ক্ষন্ন করার কুমানসে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি আবারো উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। প্রকৃত সত্য হচ্ছে যে, কক্সবাজার জেলা পরিষদের অধীনস্থ টেকনাফের শাহপরীরদ্বীপের জেটি ঘাটের ১৪২৬ বাংলা সনের জন্য ইজারা বিজ্ঞপ্তি (৪র্থ আহবান পর্যন্ত) পত্রিকায় প্রকাশের পরও কাঙ্খিত দর না পাওয়ায় এবং ইতোমধ্যে নতুন বছর শুরু হওয়ায় উক্ত ঘাট ইজারা প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা পরিষদের কর্মচারী অর্থাৎ নৈশ প্রহরী সালাউদ্দিন (জেলা পরিষদ কর্তৃক জারীকৃত অফিস আদেশের ১১নং ক্রমিকে বর্ণিত মতে) এর মাধ্যমে খাস কালেশনের সিদ্ধান্ত মোতাবেক জেলা পরিষদ উক্ত ঘাট থেকে টাকা আদায় করছে। কিন্তু এখানে আমি প্রতিবাদকারীর কোন সংশ্লিষ্টতা আছে বলে মনে করছি না। যেহেতু আমি একজন স্থানীয় রাজনৈতিক নেতা ও সমাজ কর্মী হিসাবে কক্সবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক থাকার কারণে তিনি তার অধীনস্থ কর্মচারীকে ঘাটের খাস কালেকশনে সহযোগিতা করার জন্য আমাকে অনুরোধ করায় আমি ওই নৈশ প্রহরী সালাউদ্দিনকে সার্বিক সহযোগিতা করেছি মাত্র। এখানে আমার টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই। এখানে যে টাকা উত্তোলন করা হচ্ছে, সেই টাকা জেলা পরিষদকে তাদের কর্মচারী অর্থাৎ সালাউদ্দিন নৈশ প্রহরী বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং এতেই প্রমানিত হয় যে, সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যেমূলক ও আমাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার কুমানসে সংবাদ কর্মীভাইদের বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করে প্রকাশ করা হয়েছে। যার জন্য আমার চরম সম্মান হানি হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি। পাশাপাশি যেহেতু আমি একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী এবং সফল ব্যবসায়ী, যেহেতু উক্ত সাংবাদে আমার চরম সম্মান হানি হয়েছে, সেহেতু আমি তথ্যপ্রযুক্তি আইনের আশ্রয় গ্রহন করতে বাধ্য হবো। তাই ভবিষ্যতে সত্য মিথ্যা যাছাই না করে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী
আলহাজ্ব সোনা আলী
কার্যনির্বাহী সদস্য
বাংলাদেশ আওয়ামীলীগ
কক্সবাজার জেলা শাখা।