প্রেস বিজ্ঞপ্তি :
ঈদের আনন্দ ভাগ করে নিতে কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী ফদনার ডেইল এলাকার ২৬০ জন সুবিধাবঞ্চিত  শিশুদের মাঝে প্রতিবছরের মতো এবছরও ঈদের জামা বিতরণ করেছে প্রথম আলো কক্সবাজার বন্ধুসভা। রবিবার বিকালে স্থানীয় ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শিশুদের মাঝে ঈদের নতুন জামাগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন- ‘প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক যে কাজ গুলো করে যাচ্ছে তা প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য একটি ঈদের নতুন জামা অনেক বড় প্রাপ্তি। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সবসময় ভালো কজের সাথে থাকেন।’
“একটি করে রঙ্গিন জামা” শিরোনামে  জামা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল। বন্ধুসভার সদস্যদের ঈদ কেনাকাটার বাজেটের একটি অংশ দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বন্ধুসভার সদস্যরা বলেন- ‘ঈদ উপলক্ষে আমরা অনেক কেনাকাটা করি, অনেক উপহার পাই। কিন্তু যারা সুবিধাবঞ্চিত তাদের জামা দেয়ার কেউ নেই। তাদের সাথে আনন্দ ভাগ করে তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।’