এম.জিয়াবুল হক, চকরিয়া:
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে শনিবার বিকালে বরইতলী কালিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রিয়তোষ দাশের সভাপতিত্বে ও মিল্টন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সুধীর চন্দ্র দাশ। আর্শীবাদক ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে গণেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরইতলী কালি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি অনুপম কান্তি দে, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার রামানন্দ ঘোষ, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সুধাংশু বিমল সুশীল, যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি কৈলাশ দে, সহ-সভাপতি লিটন দাশ, বরইতলী রক্ষাকালি মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দে, সনাতনী সেবক সংঘ কাকারা ইউনিয়ন কমিটির সভাপতি টন্টু দাশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ^জিৎ বৈষ্ণম। বক্তব্য রাখেন কালি মন্দির উন্নয়ন কমিটির উপদেষ্টা নিত্যলাল চক্রবর্তী, উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা সন্তোষ দাশ, উপদেষ্টা মাস্টার সুদীপ দত্ত, কালি মন্দির উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক হীরানন্দ ঘোষ, পুর্বপাড়া রক্ষাপাড়া কালি মন্দির কমিটির সভাপতি দিলীপ কান্তি দে, লোকনাথ মন্দির ডুলাহাজারা সাধারণ সম্পাদক লিটন দাশ। এছাড়া উপস্থিত ছিলেন রতন বৈষ্ণম, কমল দে। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ বরইতলী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এতে প্রিয়তোষ দাশ সভাপতি, রাজন সুশীল সাধারন সম্পাদক ও মিল্টন দে অর্থ সম্পাদক। শ্রীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেছেন, সম্প্রীতির মেলবন্ধনে সবার মাঝে সেতুবন্ধন বাড়াতে সনাতনী সেবকসংঘকে কাজ করতে হবে। সেইজন্য হিন্দু সম্প্রদায়ের সকলস্তরের জনসাধারণকে শান্তি শৃঙ্খলার মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে হবে। চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে। আশাকরি আমাদের প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা এলাকার সুন্দর পরিবেশ নিশ্চিতে যার যার অবস্থান থেকে কাজ করবেন।