ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় এপ্রিল মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীসহ মোট ১৮ জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং আরো ২১ জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। সভায় পুলিশ সুপার তার বক্তব্যে এপ্রিল মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে দুপুর ১২ টায় সৈকত পুলিশ ফাঁড়িতে কক্সবাজার জেলার এপ্রিল মাসের মাসিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদের সঞ্চালনায় কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ)সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।