মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

বারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেৃষে মারা গেলো খাদে পড়া  নাইক্ষ্যংড়িতে ইট বোঝাই ট্রাকের ড্রাইভার দিদারুল।   শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে মুমূর্ষ অবস্থা বাড়ি নিয়ে নিজ বাড়ি ফেরার পথে নারায়নগঞ্জ পৌঁছলে গাড়িতেই তিনি মারা যান।
গত ১২ মে রোববার সন্ধ্যায়  বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার আদর্শগ্রাম মুছতলী উঠনীতে
ইটভর্তি পিকআপ ব্রাকফেল করে খাদে পড়ে সে আহত হয়েছিলো। এসময় চালক গাড়িতে নিজ আসনে  ৪ ঘন্টা আটকা পড়লে কক্সবাজার থেকে ফায়ার সাভির্সের কমির্রা তাকে উদ্ধার করেছিলো।
ঘটনাটি নিশ্চিত করেছন দিদারের পরিবার।

  জানা যায়,রামু উপজেলার তেচ্ছিফুল সিকদার পড়া এলাকার দিদারুল আলম (২৭) ইট বোঝাই পিকাআপ গাড়ীটি নিয়ে নাইক্ষ্যংছড়ি থেকে রামু যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে পথচারী ও স্থানীয় লোকজন পিকআপেরর ভিতরে চাপা পড়া চালককে উদ্ধারের চেষ্টা চালায়।

পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় লোকজন উক্ত চালককে  উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যালে এরও পরে তাকে ঢাকা পাঠনো হয়েছিল গত সপ্তায়।