cbn  

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত সেরেস্তাদার মরহুম কবির আহমদের স্ত্রী ও দৈনিক কালের কণ্ঠের কক্সবাজার অফিস প্রধান তোফায়েল আহমদের শাশুড়ি নুফুয়া বেগম (৯৩) ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজেউন)।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৬ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গত কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২৩ মে বাদ আছরের পরে নতুন বাহারছড়াস্থ ৬ নং জেটির সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে স্বামীর কবরে মরহুমাকে দাফন করা হয়।

নামাজে জানাজায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম.এম সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বদিউল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আবু তাহের, উখিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, প্রফেসর আবদুল বারী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোক্তার আহমদসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র শহরের লালদিঘীর উত্তরা গলির বাসিন্দা মো: আলী রেজা, মো: খালেক নেওয়াজ, নেসলে বাংলাদেশের পদস্থ কর্মকর্তা সি.এ শাহরিয়ার কবির ইমন ও ৬ কন্যা সন্তান রেখে গেছেন। এছাড়া তিনি নাত নাতনি, আত্মীয় স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

দেশবিদেশ পরিবারের শোক:
দৈনিক আজকের দেশবিদেশ এর উপদেষ্টা সম্পাদক দৈনিক কালের কনেঠর স্টাফ রিপোর্টার তোফায়ের আহমদের শাশুড়ি নুফুরা বেগমের মৃত্যুকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের দেশবিদেশ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মো: ইয়াহিয়া, সম্পাদক মো. আয়ুবুল ইসলাম, বার্তা প্রধান ইকরাম চৌধুরী টিপু, মফস্বল বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক এম.আর মাহবুব, নিজস্ব প্রতিবেদক শহীদুল্লাহ কায়সার, ম্যানেজার বিজয় কুমার ধর, কম্পিউটার ইনচার্জ মো: নেছার, কম্পিউটার অপারেটর রাসেল, মেশিনম্যান খোরশেদ আলম, অফিস সহায়ক শিদুল দে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •