cbn  

এম বশির উল্লাহ, মহেশখালী :

মহেশখালীতে নিজের ক্রয় কৃত জমির ঘেরাবেড়া দিতে গিয়ে হামলার শিকার হয়েছে আপন দুই সহোদর সহ ৪ জন। বুধবার বেলা ২টায় উপজেলার কুতুবজোমের দৈলার পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ তৎকানিক অভিযান চালিয়ে হামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করে।

সুত্রে জানায়, উপজেলার কুতুবজুম ইউনিয়নের নিকাহ রেজি: কাজি¦ জয়নাল আবেদিনের ক্রয় করা এক খানা জমি দেখতে যায় তার আপন ভাইগণ।

এসময় উক্ত জমির পাশে বসবাতরত স্থানীয় ছোবহানের পুত্র ভুমি দস্যু সেলিম উল্লাহ, রহিম উল্লাহ, আমান উল্লাহ ও ছালামত উল্লাহ নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে জমির মালিকদের উপর। এঘটনায় কাজি¦ জয়নালের ভাই মাহবুবু আলম, মো: আশেক , রাশেদুল ইসলাম, কায়ছার হামিদসহ ৪ জন আহত হন । আহতের মধ্যে মাহাবুব আলমের অবস্থা অতিরিক্ত রক্ত করণের ফলে আশংকা জনক হওয়ায় তাকে কক্সবাজার সদরে প্রেরন করা হয়েছে। এদিকে ঘটনার পর মহেশখালী থানা পুলিশের এস আই ইমাম হোসেন দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে অভিযুক্ত ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন গোলাম ছোবহানের পুত্র ছালামত উল্লাহ, সেলিম ও পানির ছড়া এলাকার গোলাম কুদ্দুছের পুত্রসাইফুল্লাহ। এঘটনায় জমির মালিক বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •