cbn  

মোঃ ওসমান গনিঃ
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে গৃহবধূর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে হামলা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী এলাকায় নজির আহমদের বসতবাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
এসময় নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ অনুমান চার লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেন নজির আহমদ।
এমনকি তার স্কুল পড়ুয়া মেয়ের শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার সঙ্গে ওই এলাকার নুরুল আজিমের ছেলে আজিজুল হক, এনাম, এমদাদসহ বেশ কিছু লোকজন ছবিতে বলে দাবি করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত সোমবারে নজির আহমদে ছেলে সিএনজি ড্রাইভার রেজাউল করিমের স্ত্রী তুফা মনি গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করার কারণে এলাকাবাসী কৃপ্ত হয়ে বাড়িটি ভাঙচুর করে। এ ঘটনার বিষয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে আসছে।
আজিজুল হকের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে তার পিতা নুরুল আজিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাতে ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে আমরা কেউ এই ঘটনার সাথে জড়িত নই। ঘটনাকালে আমরা কেউ বাড়িতেও ছিলাম না।
সাবেক ইউপি সদস্য মোঃ শামশু আলম ঘটনা সত্যতা প্রকাশ করে বলেন, যে যত বড় অপরাধ করুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ।
তিনি বলেন, নজির আহমদের বাড়ীতে হামলা ও ভাঙচুর করেছে তারা অপরাধ করেছে।
স্থানীয় চেয়ারম্যান মোঃ রফিক আহমদের সাথে যোগাযোগ করলে বলেন, মৃত তুফা বেগমের বাড়ির কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে শুনেছি তার আত্মীয় স্বজনরা এই ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান এর কাছ থেকে জানতে চাইলে বলেন, এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •