মাননীয়,
জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মো:আশরাফুল আফসার স্যার
কক্সবাজারে ২-৪মে এই প্রথম চাকরী মেলার আয়োজন করে কক্সবাজার জেলার হাজারও বেকার শিক্ষিত যুবকের মনে নতুন করে স্বপ্ন জাগালেন। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মাননীয় জেলা প্রশাসক স্যার,

কক্সবাজার জেলার হাজার হাজার বেকার শিক্ষিত যুবককে স্বপ্ন দেখানোর অধিকার আপনার রয়েছে,কিন্তু বেকার শিক্ষিত যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার তথা কারো নেই।কক্সবাজার জেলার বেকার শিক্ষিত যুবকরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরী চেয়ে ছিল,কোন নেতা,মামু,চাচা,খালু মাধ্যমে চাকরী চাই নাই। তবে কেনো ঘূর্ণিঝড় ফনি’র কারণে চাকরী মেলা এতদিন যাবৎ স্থগিত রাখা হল,প্রশ্ন রয়ে গেলো?

মাননীয় কক্সবাজার জেলার অভিভাবক মহোদয়,

হতাশাগ্রস্ত বেকার শিক্ষত যুবকদের মনের অবস্থা এ পৃথিবীতে কেউ বুঝে না এবং বুঝার মতো যোগ্যতা সম্পূর্ণ মনও কারো নেই। এই বেকার শিক্ষিত যুবকরা ভাবছিল আপনার মাধ্যমে আয়োজিত চাকরীর মেলার মাধ্যমে হলেও কক্সবাজার জেলার হাজার হাজার বেকার শিক্ষিত যুবকের কপাল খুলবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঘূর্ণিঝড় ফনি কক্সবাজার উখিয়া চাকরীর মেলার জন্য হল শনি….!!

মো: ছানা উল্লাহ সেলিম