ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংকরোড থেকে ট্রাকের তেলের ট্যাংকে লুকানো ৫০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী ট্রাকট্রিও।
আটকরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাগপুর গ্রামের তারেক হোসেন (২৭) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দীঘং গ্রামের শরিফুল ইসলাম (৩৫)।
২০ মে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লিংকরোড়-পেজনাফ সড়কের হাজি গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে র‍্যাব দাবী করেছে।
এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ কক্সবাজারের উপপরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, টেকনাফ থেকে একটি খালি ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে যশোরে পাচার করা হচ্ছিল। এর আগেও একই কৌশলে ওই দুই ব্যক্তি টেকনাফ থেকে যশোরে ইয়াবা পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছেন।
আটক দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।