১৯ মে দুপুরে ছবিটি বদরখালী বাজার থেকে তোলা।

আল জাবেরঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খালকাঁচা পাড়ার আসকর আলী। গরীব-অসহায় পরিবারে জন্ম বলে ৫ম শ্রেণি থেকে নিজে রিক্সা চালিয়ে লেখা-পড়ার খরচ যোগাড় করে যাচ্ছে। তবু থেমে থাকেনি তার পড়ালেখা। এগিয়ে চলছে স্বপ্ন পূরণের পথে।
আসকর আলী বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালকাঁচা পাড়া গ্রামের দিনমজুর জয়নাল আবেদীন ও মনোয়ারা বেগমের পুত্র। আসকর আলী নিজে রিক্সা চালিয়ে বর্তমানে উপকূলীয় অঞ্চলে অবস্থিত বদরখালী ডিগ্রী কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করে যাচ্ছে।
আসকর আলী বলেন, গরীব ঘরে আমার জন্ম। আমার বাবা ও একজন দিনমজুর। আমার বাবার পক্ষে পরিবারের ও পড়া লেখার খরচ যোগাড় করা সম্ভব হচ্ছে না বিধায় রিক্সা চালিয়ে আমার লেখা পড়ার খরচ যোগাতে হচ্ছে। আমি রিক্সা চালিয়ে পড়া লেখা করে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমার স্বপ্ন সেনাবাহিনী হয়ে দেশের সেবা করা।