প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, রমাযানুল মোবারক পবিত্র কুরআন নাযিলের মাস। মাহে রমযানের মহান শিক্ষা ধারণ করে কুরআন -সুন্নাহর আলোকে সমাজ ও জাতি গঠনের দৃপ্ত শপথ গ্রহন করতে হবে। রুখে দাঁড়াতে হবে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু চাকমারকুল ইউনিয়ন শাখা আয়োজিত ” মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
১২ রমযান ( ১৮ মে), শনিবার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার ছাত্রকল্যাণ সম্পাদক অলিউল্লাহ আরজু, রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন।
চাকমারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মোরশেদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ছাত্রনেতা হাফেজ আরফাত হোছাইন । শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, ইউনিয়ন সাধারণ প্রচার সম্পাদক হাফেজ শওকত হোছাইন । শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেধাবী ছাত্র মুহাম্মদ আদিল। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, দফতর সম্পাদক মুস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ ।
বিশেষ অতিথির বক্তব্যে অলিউল্লাহ আরজু বলেন, মাহে রমযান ঈমানী চ চেতনাকে শাণিত করার মাস। এ মাসে ইসলামের প্রথম যুদ্ধ “জংগে বদর” সংঘটিত হয়েছিল । বদরের চেতনা নিয়ে ইসলামী ছাত্রসমাজ কর্মীদেরকে সম্মুখপানে এগিয়ে যেতে হবে ।
রামু উপজেলাসাংগঠনিক সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন বলেন, ইসলামী ছাত্রসমাজের কর্মীদের আদর্শ ও মেধার ভিত্তিতে ইসলামী নেজাম প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

শেষে রামু উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজের মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয় ।