সিবিএন :

সদ্য ঘোষিত জেএসসি ২০১৮ পরীক্ষায় কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্রী রুয়াইমা বিনতে এহছান। বৃত্তি প্রাপ্তদের মধ্যে কক্সবাজার জেলার মেধা তালিকায় তার অবস্থান ১ম   ।  রুয়াইমা কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহছানুল হক হেলালী ও নাসরিন নুরের জৈষ্ঠ কন্যা । চকরিয়া খুটাখালীর মরহুম মওলানা খলিলুর রহমান ও মরহুমা খুরশিদা বেগমের নাতনী এবং কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের উত্তরা গলির বাসিন্দা মোহাম্মদ আলী রেজা ও নুরুন্নাহার বেগম তার নানা নানী ।

রুয়াইমা তার অভূতপূর্ব সাফল্যের জন্য কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সে ইতিপূর্বে পিএসসি পরীক্ষায় ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। ভবিষ্যতে তার লক্ষ্য উদ্দেশ্য একজন মানবিক ডাক্তার হওয়া। সে সকলের দোয়া প্রার্থী।