লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ঘন্টা ব্যাপী পরিচালিত এ অভিযানে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে ফুটপাতে প্রায় শতাধিক অবৈধ দোকানীকে উচ্ছেদ করা হয়েছে। লোহাগাড়া বটতলী মোটর স্টেশনকে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গাড়ি পার্কিং ও শতাধিক দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং অনেক দোকানীকে সতর্ক করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র, এসআই মুফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, রমজান মাসে বটতলী মোটর স্টেশনকে যানজট মুক্ত রাখতে অবৈধ ভাবে গড়ে ওঠা ফুটপাতে দোকান কোন মতে বসানো যাবে না। এ ছাড়া যন্ত্রতন্ত্র ভাবে মহাসড়কের উভয় পাশে গাড়ি পার্কিং না রাখারও নির্দেশ দেন তিনি।