প্রেস বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৩৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। বাঙালী জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি দিশাহারা জাতিকে আলোর পথ দেখিয়েছেন। মৃত্যু ভয় ও সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি ছিলেন অবিচল।’

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রনজিত দাশ। পৌর আওয়ামী লীগ নেতা জানে আলম পুতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, রফিক মাহমুদ, দুলাল দাশ, রিদুয়ান আলী। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা নুরুল আবছার। এসময় উপস্থিতি ছিলেন, পৌর নেতা ডা: পরিমল কান্তি দাশ, সেলিম উল্লাহ, আতিক উল্লাহ কোম্পানী, মিজানুর রহমান, হাসান মেহেদী রহমান, নাসির উদ্দিন, এবি সিদ্দিক খোকন, জিয়া উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, আহমদ উল্লাহ, তাজ উদ্দিন তাজু, জাফর আলম, খোরশেদ আলম রুবেল, জহিরুল কাদের ভুট্টু, নুর মোহাম্মদ, আব্দুল মজিদ সুমন, আমির উদ্দিন, মোহাম্মদ জকরিয়া, সরওয়ার আলম।