ডেস্ক নিউজ:
‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের একটি সংগঠনের উদ্যোগে প্রচার করা জঙ্গীবাদ সম্পর্কিত একটি পোস্টার নিয়ে ব্যাপক বিতর্ক তৈরী হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘ওই পোস্টারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছে। এমনকি ধর্মপ্রাণ মানুষের মনেও প্রচণ্ড আঘাত দেওয়া হয়েছে।’

এ পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে দেখা যায়, ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রীক সংগঠন। এর কোনো স্থায়ী অফিস নেই । মাঝে মধ্যে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে দু’একটি সেমিনার-সিম্পোজিয়াম ছাড়া আর অন্য কোন তৎপরতা নেই এদের । তবে সংগঠনের সঙ্গে উপদেষ্টা হিসেবে অভিনেতা পিযূষ বন্দোপাধ্যায়ের সম্পৃক্ততা পাওয়া গেছে।

অনুসন্ধান করে আরো জানা যায়, ‘সম্প্রীতি বাংলাদেশ’ সংগঠনের একটি ফেসবুক পেইজ আছে । এই রিপোর্ট লেখার সময়ে সেখানে লাইকের সংখ্যা ৪৪,৫৪৬ । এই পেইজে কোনো গুরুত্বপূর্ণ লেখাও নেই । তাছাড়া, পেইজের এবাউটেও সংগঠন সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। সাইফ আহমেদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী পেইজটির ব্যবস্থাপক । তার ফেসবুকের লিংক হলো:www.facebook.com/saif.ahmed.7731247

এ বিষয়ে প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, এ ধরনের নামগোত্রহীন ফেসবুক পেইজ ও সংগঠন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উষ্কানী দেওয়া হলে অবশ্যই এর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিৎ।