দৈনিক কক্সবাজার, দৈনিক আপন কন্ঠ, দৈনিক কক্সবাজার বাণী পত্রিকা এবং কক্সবাজার নিউজ.কমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ফলোআপ ও পুণরায় রামুতে প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও বালি উত্তোলন শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে বাঁকখালী নদীর রামু উপজেলা দক্ষিণ চাকমারকুল নতুন চর পাড়া (ফুঁয়ারচর) সরকারি ১০ একর জমি থেকে প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও বালি এবং মাটি উত্তোলন করছে সংবাটি ভিত্তিহীন। মূলতঃ দক্ষিণ চাকমারকুল নতুন চর পাড়া (ফুঁয়ারচর) এলকায় কোন ধরণের সরকারী জামি নাই। উল্লেখিত উক্ত এলাকার ৮ একর নিজেস্ব খতিয়ান ভুক্ত জমি আমাদের। যার খতিয়ান নং চাকমারকুল মৌজার বিএস ৩৯৩, ৩৯৫, ৩৯৬, ৩৯৮, ৯৮৫, ১৬২৬ নম্বর খতিয়ান ভুক্ত ৮ একর জমি আমাদের নামীয়। যুগ যুগ ধরে এসব খতিয়ান ভুক্ত জমির অনুকুলে আমরা সরকারকে খাজনা দিয়ে আসতেছি। বর্ষাকালে উক্ত জমিতে পলি মাটি জমিয়ে চাষাবাদের অনুপযুগী হওয়ায়, জমানো পলি মাটি অপসারণ করতে রামু উপজেলা প্রশাসনের কাছে ২৩/১০/২০১৮ সালে আবেদন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরকারী সার্ভিয়ার দিয়ে উক্ত খতিয়ান ভুক্ত জমি যাচাই বাচাই শেষে পরিমাপ করেন। এর অনুকুলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চাই থোয়াইহলা চৌধুরী ০১/১১/২০১৮ সালে উক্ত জমিতে জামানো পলি সারানো অনুমতি দেন। আমি উপজেলা প্রশাসনের অনুমতির অনুকলে খতিয়ানি জমি থেকে পলি মাটি উত্তোলন করে আসতেছি। উক্ত প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয়, ফসলি জমি, নদীর তীর বাঁধ, মসজিদ, বৈদ্যতিক খুঁটি, বসত বাড়ি নষ্ট হওয়ার কথা কাল্পনিক ও সাজানো। উল্লেখিত কথা গুলোর কোন ধরনের সত্যতা নেই। সংবাদে আরও উল্লেখ করা হয়েছে আমি এবং আমার ছেলে বাংলাবাজার আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র জোবায়েরকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা এবং প্রশাসনের কাছে অপরাধী সাজানোর জন্য সন্ত্রাসী বাহিনীর গঠন করার কথা উল্লেখ করা হয়, যা হাস্যকর। আমি বিগত ৩৫ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ব্যবসা বানিজ্য করে আসতেছি।

মূলতঃ একটি প্রভাবশালী মহল থেকে ব্যবসায়ীক লেনদেনের পাওনা টাকা আমার ছেলে জোবায়ের চাইতে গিলে উক্ত প্রভাবশালী ব্যক্তি ছেলে জোবায়েরকে অকথ্য ভাষায় গালি গালাজ করে সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের দিয়ে দেখে নেয়ার হুমকি দেন। উক্ত প্রভাবশালী তার হুমকিকে বাস্তবে রুপ দিতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়। আমি সকল প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি প্রকাশিত সংবাদে বিব্রত না হওয়ার জন্য প্রশাসনের উর্ধতন মহলসহ পাঠকদের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
জিয়াবুল হক সওদাগর
দক্ষিণ চাকমারকুল মিয়াজি পাড়া
কলঘর বাজার, রামু, কক্সবাজার।