এস.এম.হারুনুর রশিদ নয়ন

টেকনাফেরই বাহারছড়ায় আছে একটি গ্রাম,
সেই যে আমার জন্মভূমি কচ্ছপিয়া নাম।

পূর্বদিকে পাহাড় আছে,পশ্চিমে এক সাগর,
মধ্যখানে আছে অনেক ছোট-বড় ঘর।

সেই গ্রামের বেশির ভাগই জেলে,মজুর,কৃষক,
কারো আবার মাছ ধরাটা বড্ড দারুন এক শখ।

তারই মাঝে আছে অনেক স্কুল এবং মাদ্রাসা,
শিক্ষার আলো ছড়িয়ে যাবে এইতো সবার খুব আশা।

জেলের মুখে হাসি ফুটে যদি যে পাই মাছ,
কৃষকেরা লাঙ্গল দিয়ে করে ধানের চাষ।

সাগর পাড়ে গড়ে উঠে স্বপ্নময়ী এক রাস্তা,
আসবে একদিন এরই সুফল এটাই সবার আস্থা।

এই রাস্তারই পাশে আছে ঝাউ গাছেরই চারা,
এই সব দেখে মুগ্ধ যে হয় পর্যটকরা।

তারই পাশে আছে অনেক সুন্দর বালুচর,
এই গ্রামে জন্ম আমার এই গ্রামে ঘর।

এতক্ষণ ধরে গাইলাম আমি যারই গুণগান
সেই যে আমার রুপসী গাঁও খোদার সেরা দান।

 


এস.এম.হারুনুর রশিদ নয়ন ,শিক্ষার্থী,লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়,টেকনাফ।