হেলাল উদ্দিন, টেকনাফ :
নাফনদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে গিয়ে সীমান্তে শূণ্য রেখা অতিক্রম চেষ্টা কালে চার নৌকাসহ ৭ বাংলাদেশী জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, গত মঙ্গলবার (৭মে) রাতে নাফনদীর শাহপরীরদ্বীপের জালিয়া পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নাফনদীতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৪ টি নৌকা নিয়ে ৭ জেলে মাছ শিকার করতে যায়। মৎস্য শিকারের এক পর্যায়ে জেলেরা সীমান্তে শূণ্য
লাইন অতিক্রম করে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে নাফনদীতে টহলরত বিজিবি শাহপরীরদ্বীপ বিওপি’র জওয়ানরা টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার মৃত আবু তৈয়বের পুত্র ইমাম হোসেন (২৮), একই এলাকার মৃত মকবুল হোসেনেরর পুত্র মোঃ সিদ্দিক (৪৫), আহম্মদ সুলতানের পুত্র আব্দুস সালাম (৩৮), শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া মোহাম্মদ সাকেরের পুত্র আনোয়ার খালেদ (২০), একই এলাকার নুর কবিরের পুত্র মোঃ আয়েছ (২৪), মোঃ আয়ুবের পুত্র মোঃ আমির খান (১৮), ছৈয়দ হোসেনের পুত্র মোঃ ইদ্রিসকে (১৮) নৌকাসহ আটক করে আটক করে।
আটককৃত জেলেদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।