কায়সার হামিদ মানিক,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশী বিভিন্ন প্রকার ফানির্চারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
এসময় গাড়ির চালক পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছেন। উদ্ধারকৃত মালামাল ও কার্ভাড ভ্যানের মুল্য ৬৫লক্ষ ৪০ হাজার টাকা।গতকাল বুধবার দুপুরে উখিয়ার বালুখালীস্থ শুল্ক গুদাম জমা দেওয়া হয় বলে বিজিবি জানিয়েছেন।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের যৌথ চেকপোস্ট নামক স্থানে যানবাহন তল্লাশীর সময় ঈদগাঁও হতে টেকনাফগামী মালবাহী ক্যার্ভাড ভ্যান তল্লাশি চালানো হয়।
এসময় গাড়ির চালক পালিয়ে যায়। কোন প্রকার কাগজ পত্র না থাকায় বাংলাদেশী তৈরি বার প্রকারের ফার্নিচার জব্দ করা হয়। এর মুল্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। এসব মালামাল বহনের দায়ে ক্যার্ভাড ভ্যান জব্দ করেন।
৩৪বিজিবির উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।