সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজারে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ‘কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১২টার দিকে বিমানবন্দর মডেল হাই স্কুল মিলনায়তনে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “আপনি, আমি, আমরা সকলেই সচেতন হলে দেশ থেকে ম্যালেরিয়া নামক ব্যাধিটি চিরতরে নির্মূল করা সম্ভব হবে। আসুন সবাই মিলে সচেতন হই।” মুক্তি কক্সবাজার এর আয়োজনে ব্র্যাক এর সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব মশারী বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা।

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এডভোকেট রণজিত দাশসহ মুক্তি ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।