প্রেস বিজ্ঞপ্তি :
“মানবতৈরী দুষণ রোধ করতে পারি আমরাই” এই শ্লোগানে ফ্রিল্যান্সার নাসিমা আক্তার একটি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন। সারাবিশ্বের কাছে চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক আউটসোর্সিং ওয়েবসাইট ফ্রিল্যান্সার ডট কম। চ্যালেঞ্জের অংশ হিসেবে নাসিমা ও তার দল বেশ কিছু স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে। এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে চাঁদপুরের মোহনা, সোহরাওয়ার্দী উদ্যান, বুদ্ধিজীবি কবরস্থান ও আজিমপুর কলোনী সহ আরো কিছু স্থান।। এছাড়াও সচেতনতার জন্য বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করেছেন নাসিমা। যেন শিশুদের মাঝে সুন্দর অভ্যাস গড়ে উঠে আগামীর সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে। নাসিমা বলেন, আমরা নিজেরা যদি সতর্ক থাকি ময়লা ফেলার ব্যাপারে তাহলেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। আমাদের যেখানে সেখানে ফেলে দেয়া অল্প অল্প ময়লাই একসময় ভাগাড়ে পরিণত হয়। তাই আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের সচেতনতাই পারে একটি সুন্দর-সবুজ পৃথিবী বিনির্মান করতে।