মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাইয়ুম এর মাতা, কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সচিব শহরের মধ্যম বাহারছরার মরহুম আবুল ফজলের সহধর্মিনী রত্নগর্ভা পিয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন।)। রোববার ৫ মে রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাসভবনে ৭২ বছর বয়সে তিনি মারা যান। মরহুমা পিয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ লিভার রোগে ভোগছিলেন। সোমবার ৬ মে জুহুরের নামাজের পর বাহারছরা জামে মসজিদ সংলগ্ন মাঠে রত্নগর্ভা পদক পাওয়া মরহুমা পিয়ারা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি মরহুমার সন্তান ইসলামি ব্যাংক আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক ও কসউবি এসএসসি ব্যাচ ১৯৮৪ এর  সদস্য আবদুল নাসের সিবিএন-কে নিশ্চিত করেছেন।

রামু উপজেলার রাজারকুলের মরহুম এডভোকেট মনিরুজ্জামানের কন্যা পিয়ারা বেগমের সাথে বাহারছরার আবুল ফজল ১৯৬৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আবুল ফজল-পিয়ারা বেগম দম্পতির তিন পুত্র ও চার কন্যা সন্তানের মধ্যে প্রথম পুত্র এডভোকেট আবদুল কাইয়ুম একজন সিনিয়র আইনজীবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক ও কক্সবাজার শহরের আইডিয়াল স্কুলের একজন নির্বাহী পরিচালক। দ্বিতীয় সন্তান আবদুল নাসের বাংলাদেশ ইসলামি ব্যাংক আন্দরকিল্লা ব্রান্ঞ্চের শাখা প্রধান, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮৪ ব্যাচে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তৃতীয় সন্তান ফজলে হাসান ডাচবাংলা ব্যাংক চকরিয়া শাখার সিনিয়র অফিসার। জ্যেষ্ঠ কন্যা ইসমত আরা কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা, কনিষ্ঠ কন্যা ডাঃ ইফফাত সানিয়া কক্সবাজার সদর হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ও বিশিষ্ট মহিলা রোগ চিকিৎসক। দ্বিতীয় কন্যা মোকাররবা বেগম ও তৃতীয় কন্যা নুসরাত জাহান দু’জনেই উচ্চ শিক্ষিত ও গৃহীনি। মরহুমা পিয়ারা বেগম বেশ ক’বার রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন। তাঁরমধ্যে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহসিন আলী এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মরহুমা পিয়ারা বেগমকে রত্নগর্ভা পদকে ভূষিত করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন পিয়ারা বেগমকে জীবদ্দশায় রত্নগর্ভা সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।