মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু :

রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে জোয়ারিয়ানালা সম্মিলিত উলামা পরিষদের উদ্দ্যোগে স্বাগত মিছিল করা হয়। ৫ মে’ রবিবার বাদে আছরের নামাযের পরে জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট সংলগ্ন থেকে শুরু হয়ে জোয়ারিয়ানালা বাজার স্টেশনে সমাপ্ত করেন। জোয়ারিয়ানালা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মৌলানা হেফাজতুর রহমান সংক্ষিপ্ত আলোচনায় বলেন- মুসলমানদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের যেন তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো। পবিত্র রমযান উপলক্ষ্যে পবিত্রতা রক্ষার সর্ব জন সাধারণের দায়িত্ব। তারই ধারাবাহিকতায় ১ম রমযান হইতে শেষ রমযান পর্যন্ত সমগ্র চায়ের দোকান, পানের দোকান, রেস্তোরা ও খাবার দোকানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। রমযানের পবিত্রতা রক্ষার স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিন, মৌলানা জাকের, মৌলানা হোসেন, মৌলানা মোহিববুল্লাহ, হাফেজ নুরুল আমিন, কার¦ী আমান উল্লাহ, হাফেজ তৈয়ব উল্লাহ, মৌলানা আহাম্মদুর রহমান, মৌলানা হাজেল আজিজুল হক, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক প্রমুখ।