আলীকদম প্রতিনিধি:

আলীকদম আবাসিক বিদ্যালয়ের দু’টি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৪ মে মন্ত্রী দু’কোটি টাকা ব্যায়ে এদু’টি কাজের উদ্বোধনকালে বলেন, সরকার পার্বত্য জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকুরী সরকারিকরণ ও ছাত্র/ছাত্রীদের ভরন পোষণ দেয়া হচ্ছে। এ সময় ছাত্রছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী আবাসনের ছাত্রদের খাওয়ার মান বাড়াতে সংশ্লিষ্টদেরকে যথাযথ উদ্যাগ নেয়ার নির্দেশ দেন।

একইদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিকল্পনা বিভাগের সদস্য, প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী আবাসিক বিদ্যালয়ের ছাত্রদের হল পরিদর্শন ও খাবার মান পরীক্ষা করে শিক্ষক কর্মচারীদের নিয়ে পরামর্শ সভা করেন। এসময় উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আবুবিন মো: ইয়াছির আরাফাত ও উপসহকারী প্রকৌশলী ত্রিদ্বিপ কুমার ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্যমন্ত্রী লামা পৌর এলকার ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে মন্ত্রী প্রসঙ্গক্রমে বলেন, ভিক্ষাবৃত্তি মানসিকতা পরিহার করতে হবে। সরকার দারিদ্র বিমোচনে নানান সহযোগিতা ও কর্মযোগ সৃষ্টি করছে। এরপর মন্ত্রী ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে লামা এলজিইডি কর্তৃক নির্মাণাধীন মাতামুহুরী নদীর শীলেরতুয়া পয়েন্টে ১৮৪ মিটার গার্ডার ও পিসি ব্রীজ নির্মাণ ভিত্তি প্রস্তর ও আলীকদম শীবাতলী মার্মা পাড়া চেরাংঘর উদ্বোধন করনে।