মোহাম্মদ হোসেন, হাটহাজারী
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রবিবার নমুনা
ডিম ছেড়েছে মা-মাছ। শনিবারের বৃষ্টিপাত হয়েছে যার কারনে নমুনা ডিম ছাড়ে
মা-মাছ। এদিকে মা মাছ নমুনা ডিম ছাড়ার কথা শুনে ডিম আহরণকারীরা নৌকা ও
ডিম আহরণের সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়েছে। তবে মা মাছ এখনও সংগ্রহ করার
মতো ডিম নদীতে ছাড়েনি। সকাল ১০টার দিকে আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয়।

নদীতে মা মাছ ডিমের নমুনা ছাড়ার খবর পেয়ে হাটহাজারী ও রাউজানের মৎস্য
বিভাগের লোকজন হালদা নদীতে ছুটে যান। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানায়,হালদা নদীতে মা মাছের ডিমের
নমুনা ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

হালদা নদীর আমতুয়া, বাড়ীয়াঘোনা, আজিমার ঘাট, মাদার্শা বড়ুয়া, অংকুরীঘোনা, সিপাহীরঘাট প্রভৃতি এলাকায় কিছু ডিমের নমুনা পাওয়া গেছে। বজ্রসহ প্রবল বর্ষণ হলে নদীতে মা
মাছ ডিম ছাড়তে পারে।

হাটহাজারী উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ডিম ফোটানোর জন্য হাটহাজারী এলাকায় মদুনাঘাট শাহ মাদারী, মাছুয়াগোনা ও গড়দুয়ারা এবং রাউজানের কাগতিয়া, মোবারকখীল ও পশ্চিম গহিরায় হ্যাচারি প্রস্তুত রাখা হয়েছে যাতে মা মাছ ডিম ছাড়ার সঙ্গে সঙ্গে আহরণকারীরা ডিম ফোটাতে পারে।