মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার নিমিত্তে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়ায় সাবেক সিএন্ডবি কলোনীর পরিত্যক্ত জায়গায় নির্মিতব্য বিশেষায়িত মহাবিদ্যালয় “কক্সবাজার ডিসি কলেজ” এর নির্মাণ কাজের অগ্রগতি এবং শহরের দু’ই সার্কিট হাউসের মাঝখানে বাহারছরায় শহীদ স্মরণী রোডে নির্মাণাধীন অটিস্টিক শিশু ও সমাজের সুবিধাবঞ্চিত অসহায় পথশিশুদের জন্য নির্মিতব্য স্কুল “অরুণোদয়” নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। শনিবার ৪ মে পরির্দশনকালে জেলা মোঃ কামাল হোসেন দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্মাণকাজে বিভিন্ন নির্দেশনা দেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোঃ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি, সদরের ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র উপ সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন, ঠিকাদার রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।