মোহাম্মদ হোসেন, হাটহাজারী:

মেহেমান সেজে কন্যার বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রুহুর আমিন। বিয়ের আয়োজন চলছিল কনের বাড়িতে। কনে সেজে বসে আছে, খাওয়া-দাওয়া হচ্ছে। তখন বর অপেক্ষা করছিল নবাগত স্ত্রীর জন্য। হঠাৎ মুহুত্বের মধ্যে পুলিশ দেখে হইহুল্লা শুরু হয়,বরের লোকজন পালাচ্ছে। সাথে সাথে অনেকেই চিনতে পারে ইউএনওকে।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটার খুব একটা ইচ্ছে ছিল না কনে সাজার। শনিবার (৪ মে) বিকাল ৩ টার দিকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রুহুর আমিন মেহেমান সেজে ঘটনাস্থলে যান, সত্যাতা পান একটু পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত। ইউএনও মেয়ের পরিবারের সাথে কথা বলেন,ছোট অবস্থায় কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন,ইউএনও কথা শুনে মা কেদেঁ উঠেন। ঘটনাটি ঘটে হাটহাজারী পৌর এলাকার আলীপুর ইব্রাহিম এর কন্যা। মেয়েটার বয়স ১৪ থেকে ১৫ বছর। মাস চারেক আগে অষ্টম শ্রেণীতে উঠেছে। মা
ও পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।