নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ পূর্ব এশিয়ায় হাফেজদের বৃহত্তম সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে কক্সবাজার বদর মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলম ও সাধারণ সম্পাদক জাকারিয়া খালেদ।
কাউন্সিলে ২০১৯-২০২০ সালের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সভাপতি, হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে হাফেজ মাওলানা শফিকুর রহমান কুতুবী ও হাফেজ মাওলানা একরামুল হক সহ-সভাপতি, হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল মঞ্জুর যুগ্ম সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা আলী হায়দার সহঅর্থ সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুর রশিদ দপ্তর সম্পাদক, হাফেজ মাওলানা সরওয়ার আলম সহ-দপ্তর সম্পাদক, হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা মোঃ হোসাইন প্রচার সম্পাদক, হাফেজ মাওলানা আবুল কাশেম সহ-প্রচার সম্পাদক, হাফেজ ক্বারী আলমগীর হোসাইন শিক্ষা সম্পাদক, হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ সহশিক্ষা সম্পাদক।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন -হাফেজ মাওলানা শামসুল আলম, হাফেজ মাওলানা নুরুল আমিন, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা শহিদুল আলম, হাফেজ মাওলানা সৈয়দ করিম ও হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম।