সংবাদ বিজ্ঞপ্তি:
মহান মে দিবস উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার হোটেল শ্রমিক ইউনিয়ন।
পহেলা মে সকাল সাড়ে ১০ টার দিকে হোটেল শ্রমিকদের একটি মিছিল শহরের পানবাজার সড়ক থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সংগঠনটির কক্সবাজার পৌর শাখার সভাপতি এম ইউ বাহাদুরের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান।
উপস্থিত ছিলেন -মঙ্গল পার্টির চেয়ারম্যান কবি জগদিস বড়ুয়া পার্থ, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সভাপতি তাজুল ইসলাম রাজু, সাধারণ সসম্পাদক রফিকুল ইসলাম বাবুর্চি, সাংগঠনিক সম্পাদক এম এখলাছ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, শ্রমিক নেতা দিদারুল ইসলাম, বাসটার্মিনাল শাখার সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রমূখ।
উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।