মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের সরকারি মাতামুুহুরী ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আইয়ুব (৫৬) আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এক পর্যায়ে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আইয়ুবকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ আইয়ুব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা মৌলভী কাজী নজির আহমদের ছেলে।  আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টার সময় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ সকল শিক্ষক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ শোক তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।