ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালী উন্নয়ন পরিষদের অায়োজনে ২৯ শে এপ্রিল-৯১ ইং সনের প্রলয়ংকরি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে স্মৃতিচারণ,স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ৯১ সালের ঘূর্ণিঝড়ের ২৮ বছর অতিক্রান্ত হয়ে গেলেও উপকূলের মানুষের জীবন যাপনের জন্য এখনো টেকসই বেড়ীবাঁধ নির্মিত হয়নি। সভায় সরকারের প্রতি উপকূলবাসীর নিরাপত্তায় সুরক্ষা নিশ্চিত করার দাবী জানানো হয়।
বড়মহেশখালী নতুন বাজার মাঠে মহেশখালী উন্নয়ন পরিষদের সভাপতি জে,এইচ,এম ইউনুচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফরিদুল অালম দেওয়ানের সঞ্চালণায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ককসবাজার জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অানোয়ার পাশা চৌধুরী,বিশেষ অতিথি মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, মালয়েশিয়াস্থ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস ব্যবসায়ি সমিতির সভাপতি মার্শাল পাভেল, মহেশখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওঃ জহির উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহমদ,মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যাপক সরওয়ার কামাল, বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির অাজাদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জয়নাল অাবেদীন, মহেশখালী উন্নয়ন পরিষদের সহ সম্পাদক সাংবাদিক অাবুল বশর পারভেজ, সাংবাদিক বশির উল্লাহ, অাব্দুচ ছালাম বাঙ্গালী, মহেশখালী উপজেলা শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অাব্দু শুক্কুর, সম্পাদক জসিম উদ্দিন, মহেশখালী উন্নয়ন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক অালহাজ্ব মাওঃ রফিকূল ইসলাম বকুল, অালী অাহমদ প্রমূখ নেতৃবৃন্দ।