মায়ার টান

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০১৯ ১১:৪৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


(ভয়াল ২৯ এপ্রিল স্মরণে)
– সাইয়্যিদ মঞ্জু

সঞ্চিত স্বপ্নরা উড়ে যায়
দৃষ্টির সীমা ছাড়িয়ে সমুদ্র ঝড়ো হাওয়ায়
পোঁড়া চোখের চৌহদ্দি নব স্বপ্ন ডাকে
নিরাশার বালুচরে আঁকি,আশার পথরেখা
আবার ও বাঁধি ঘর দরিয়ার পাড়ে।

মনের কিতাবে কালো হরফ যত
বাঁধন ছেঁড়া,সলিল সমাধি,বসত ভাংগার গল্প
নামের ভিন্নতায় সর্বনাশা সুরত
বারে বারে আসে রাক্ষসী তুফান-ঝড়।

স্বজন বিয়োগের ক্ষত-অক্ষত রয়ে যায়
পোড়া মনের গহীনে প্রজন্ম থেকে প্রজন্ম
তবুও মায়ার টানে বসত গড়ি,নুনা মাটির পাড়ে।