বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে কারেন্ট জাল গুলো সেন্টমার্টিনে পুড়িয়ে ধবংস করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাংগু কর্তৃক নিয়মিত বোর্ডিং অপারেশনে ২৮ ইএপ্রিল সকাল ৯ ঘটিকার সময় টেকনাফের পশ্চিম বীচে পরিত্যক্ত অবস্হায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।যার সরকারী মুল্য ৩লাখ ৫০ হাজার টাকা

বাংলাদেশ নৌবাহিনী সাংগু জাহাজের সাঃ লেঃ এম, এ, কে আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক কৃত কারেন্ট জাল গুলো বিকাল ৩ ঘটিকার সময় সেন্টমার্টিনে পুর্ব বীচে সেন্টমার্টিন নৌবাহিনীর স্টেশন কমান্ডার, জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্হীতিতে পুড়িয়ে ধবংস করা হয়েছে।

এই সময় সেন্টমাটিন ইউনিয়ন পরিযদের সদস্য ও সরকারী কর্মচারী সহ গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।